Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলবাড়ীতে ৩০১ কেজির কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ০০:০৭

দিনাজপুর: জেলার ফুলবাড়ী থেকে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ২৯ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. আলমগীর কবির পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নম্বর ৩০০/৭-এস থেকে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে দক্ষিণ আমড়া মাঠে ওই এলাকার বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম মাটি খননের কাজ করছিল। এ সময় তিনি একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পান।

পরে মোকসেদুল বিষয়টি আমড়া সীমান্ত ফাঁড়ি ও সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জানায়। খবর পেয়ে সীমান্ত ফাঁড়ি কমান্ডার সুবেদার মো. শুকশাহ’র নেতৃত্বে এক দল বিজিবি ঘটনাস্থলে গিয়ে মাটি খনন করে ওই কষ্টি পাথরের পূর্ণাঙ্গ মূর্তি উদ্ধার করে।

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, আমড়া সীমান্তের আদিবাসী পাড়ার দক্ষিণ পাশে ৪০দিনের কর্মসৃজন কাজ করার সময় একটি উচু ঢিপি থেকে মাটি খুঁড়তে গিয়ে তারা ওই মুর্তি দেখতে পান।

সারাবাংলা/পিটিএম

কষ্টি পাথর মূর্তি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর