Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬৯ প্রতিষ্ঠানের শেয়ারের ফ্লোর প্রাইস তুলল বিএসইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৮:৫০

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী ১৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ফ্লোর প্রাইস তুলে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস তুলে দিলেও কোম্পানিগুলো একদিনে সর্বনিম্ন এক শতাংশের বেশি দাম কমতে পারবে বলেও শর্তারোপ করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সই করা এ সংক্রান্ত একটি নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী ১৬৯টি কোম্পানির ফ্লোরপ্রাইস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিএসইসির এই সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।’

তিনি বলেন, ‘১৬৯টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও এসব কোম্পানির শেয়ার প্রতিদিন ১ শতাংশের বেশি দাম কমতে পারবে না। তবে দাম বাড়ার ক্ষেত্রে পূর্বের সার্কিট ব্রেকার অর্থ্যাৎ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে থাকবে, শর্ত বহাল থাকবে।’

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুলাই পুঁজিবাজারের বড় দরপতন ঠেকাতে দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি।

সারাবাংলা/জিএস/এনএস

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর