Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ২১:৪২

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলায় একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে রিয়াদ (১৩) নামে এক কিশোর নিহত হয়।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বাঘাডাঙ্গা নতুনপাড়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার আরামডাঙ্গা গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল রিয়াদ। এ সময় কোমরপুর গ্রামের মিঠুনের ছেলে কিশোর শামীম (১৪) তার বাবার মাইক্রোবাসটি চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে মাইক্রোস্ট্যান্ডে রাখার জন্য আসে। শামীম চালকের আসনে বসে, দাঁড়িয়ে থাকা রিয়াদকে তার মাইক্রোবাসে উঠে বসতে বলে। রিয়াদ তার বাম পাশের আসনে বসে। শামীম মাইক্রোবাস চালিয়ে দর্শনার দিকে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাঘাডাঙ্গা গ্রামের নতুনপাড়ায় একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এ সময় মাইক্রোবাসটি দ্বি-খণ্ডিত হয়ে যান। এতে বাম পাশে বসে থাকা রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়।

মৃতদেহটি স্থানীয় লোকজন উদ্ধার করে আরামডাঙ্গা গ্রামে নিয়ে যায়। এ দুর্ঘটনার ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তাদের পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেওয়া হয়। আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইমরান হোসেন।

সারাবাংলা/এনএস

চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর