Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বোধন ঘিরে মেট্রোরেলসংলগ্ন বাসিন্দাদের জন্য ৭ নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ২৩:৫২

মেট্রোরেল

ঢাকা: আগামী সপ্তাহেই উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেল। ২৮ ডিসেম্বর এই স্বপ্নযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করবেন। সেজন্য প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মেট্রোরেল পথসংলগ্ন বাসিন্দাদের প্রতি সাত নির্দেশনা দিয়েছে প্রশাসন।

নির্দেশনাগুলো হলো

১. কোনো ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবে না।

২. কোনো ভবনের বাণিজ্যিক স্পেসে ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খুলতে পারবে না।

৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেলসংলগ্ন কোনো ভবনের বারান্দায়, ছাঁদে কাপড় শুকাতে দিতে পারবে না এবং দাঁড়াতেও পারবে না।

৪. ওইসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ওইদিন কোনো ছবি বা ফেস্টুন লাগাতে পারবে না।

৫. মেট্রোরেলসংলগ্ন কোনো ভবনের বাণিজ্যিক স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না।

৬. ওই এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কারো বৈধ অস্ত্র থাকে তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।

৭. মেট্রোরেলের দুই পাশে সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

৭ নির্দেশনা টপ নিউজ মেট্রোরেল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর