Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ১৬:২১

দিনাজপুর: সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জহুরুল ইসলাম। চাকরি শেষে স্থানীয় বাজারে কীটনাশক ও সারের ব্যবসা করেন তিনি। নিজ বাড়ি থেকে হেঁটে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলার ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম (৬৭) উপজেলার সিংড়া ইউনিয়নের সিংড়া গ্রামের হযরত আলী মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রানীগঞ্জ বাজারে কীটনাশক ও সারের দোকান আছে নিহত জহুরুলের। তিনি দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায় দোকানে যাবার উদ্দেশ্যে। এসময় তিনি মহাসড়কের ধারে অটোভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। সড়কটি দিয়ে একটি মোটরসাইকেল যাবার সময় তাকে ধাক্কা দেয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, খবর পেয়ে আমাদের সদস্য সেখানে গেছে। পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর