শীতকালীন মহড়া চলাকালে মাটি চাপায় সেনা সদস্য নিহত
২৩ ডিসেম্বর ২০২২ ১৫:২৮
হবিগঞ্জ: নবীগঞ্জে শীতকালীন মহড়ার সময় বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটি চাপায় সাজ্জাদুল ইসলাম (২৫) নামে সেনাবাহিনীর এক সৈনিক মারা গেছেন। নিহত সেনা সদস্য সিলেট ক্যান্টমেন্ট কর্মরত ছিলেন।
নিহত সেনা সদস্য টাঙ্গাইল জেলার কাটাইল থানার শংকরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশ জানায়, সম্প্রতি শীতকালীন মহড়ার অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসে ১৭ পদাতিক ডিভিশন সিলেট ক্যান্টমেন্টের সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। বৃহস্পতিবার রাতে সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুঁড়তে যান। এ সময় হঠাৎ মাটি ভেঙে তার উপর পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিন জানান, সাজ্জাদুল ইসলাম নামে একজন সেনা সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে পাশে শীতকালীন মহড়ায় আসা সেনাবাহিনীর একটি ক্যাম্পের একজন সৈনিক বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সারাবাংলা/এমও