Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিক নির্বাচন: শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৭:৪১

শেষ সময়ের প্রচারণা করছেন মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, ছবি: সারাবাংলা

রংপুর: ২০৪ বর্গকিলোমিটার বিস্তৃত রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর। তবে নির্বাচনী প্রচারণার মাত্র তিনদিন বাকি থাকায় ব্যস্ত সময় পার করছেন মেয়রসহ অন্য পদের প্রার্থীরা। এখন ভোটারদের কাছে যাওয়াই তাদের মূল লক্ষ্য।

শুক্রবার (২৩ ডিসেম্বর) নির্বাচনী প্রচার-প্রচারণার ছিল ১৫তম দিন। এদিন সকাল থেকেই প্রচার-প্রচারণায় মুখর ছিল রংপুর নগরী। গণসংযোগ, মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ভোট চেয়েছেন প্রার্থীরা। সকালে নগরির বর্ধিত এলাকা ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ী, কলাবাড়ী ও মেকুরা এলাকায় প্রচার প্রচারণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি নির্বাচিত হলে নগরীর বর্ধিত ১৮টি ওয়ার্ডে উন্নয়ন করার পাশাপাশি নাগরিক সুবিধা বাড়ানোর দিকে জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, ‘আওয়ামী লীগের মেয়র না থাকায় গত এক যুগে বর্ধিত ১৮টি ওয়ার্ডের কোনো উন্নয়নই হয়নি। উন্নয়ন করতে যে মানসিকতা লাগে তা কোনো মেয়রের মধ্যেই দেখা যায়নি। আমি নির্বাচিত হলে নগরীর বর্ধিত ১৮টি ওয়ার্ডে উন্নয়ন করার পাশাপাশি নাগরিক সুবিধা বাড়ানোর দিকে জোর দেব।’

গণসংযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, ছবি: সারাবাংলা

গণসংযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, ছবি: সারাবাংলা

ইভিএমে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএমে নির্বাচন করতে নির্বাচন কমিশনের মক ভোটিং প্রক্রিয়াটি মানুষকে জানতে সহযোগিতা করেছে। সকল ভোটার ইতোমধ্যে জেনে গেছে কিভাবে ইভিএমে ভোট দিতে হবে।’

নির্বাচনে মেয়র পদে আরেক প্রতিদ্বন্দ্বী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর মেডিকেল মোড়, পাকার মাথা, পাণ্ডারদিঘি এলাকায় গণসংযোগ করেন। এসময় বিগত পাঁচ বছরে বর্ধিত এলাকায় অনেক উন্নয়ন হয়েছে দাবি করে বলেন, ‘আবারও নির্বাচিত হলে সব এলাকাতেই আরও উন্নয়ন করা হবে।’

বিজ্ঞাপন

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘গত ৫ বছরে নগরির বর্ধিত ১৮টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এসব এলাকার ৭০ শতাংশ সড়ক এখন পাকা, ড্রেনেজ ব্যবস্থা উন্নত মানের। কিছু কাজ আছে বাকি আছে এসব সম্পন্ন করব নির্বাচিত হলে।’

ইভিএমে নির্বাচন করতে নির্বাচন কমিশনের মক ভোটিং কাজে আসছে না দাবি করে তিনি বলেন, ‘ইভিএমে ভোটের ধারণা দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নগরীর পাড়া-মহল্লায় মক ভোটিং কাজে আসছে না। পর্যাপ্ত মানুষের কাছে ইভিএমের মেসেজ পৌঁছাচ্ছে না। ইভিএমে কীভাবে ভোট দিতে হয় ৯০ ভাগ মানুষই জানে না।’

এদিকে শুক্রবার নগরীর ৩৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে মক ভোটিং কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। আগামীকাল পর্যন্ত চলবে এ কার্যক্রম। তবে ছুটির দিন হওয়া কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন নেই।

এবার ২২৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবার মেয়র পদে ৯ জনসহ সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

সারাবাংলা/এনএস

রংপুর সিটি করপোরেশন রসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর