Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌমাছির কামড়ে একজনের মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২২ ১৯:১৭

মেহেরপুর: জেলার গাংনীতে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাহারবাটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হায়দার আলী, সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

আহতরা হলেন-একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু (৪০), হায়দার আলীর ছেলে মাসুম (১৫), আনন্দ মিয়ার ছেলে হায়াত আলী (৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী(৫৫)। আহতদের মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা এদিক-ওদিক ছুটতে থাকে। এসময় মাঠে কর্মরত লোকজনের ওপর আক্রমণ শুরু করে। মৌমাছির হুলে আহত হন হায়দার আলী, ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী। ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। অন্যদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছির হুলে আহত তিনজন আশঙ্কামুক্ত। মোহাম্মদ আলী নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর