ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। প্যারিসের প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন। বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজধানীর দশম অ্যারোন্ডিসমেন্টে ছোট দোকান এবং ক্যাফেসহ সারিবদ্ধ রু ডি এনগিয়েনে একাধিক গুলি চালায় ওই বন্দুকধারী। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানান, তিনি সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন।
এ ঘটনার জন্য দায়ী ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ব্যক্তি এর আগেও অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পেছনে বর্ণবাদী সম্ভাব্য বর্ণবাদী উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করছেন প্যারিসের প্রসিকিউটর। ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।
কুর্দিশ সেন্টারের একজন শিল্পী জুয়ান-গোলান এলিবার্গ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ওই বন্দুকধারী কুর্দিদের লক্ষ্য করেই হামলা চালিয়েছিল।
পুলিশ জানিয়েছে বন্দুকধারী ব্যক্তি একজন ফরাসী। এর আগে ২০১৬ এবং ২০২১ সালে দুইবার হত্যা চেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।