‘আওয়ামী লীগের সম্মেলনে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়’
২৪ ডিসেম্বর ২০২২ ১১:২৯
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘দেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের কাউন্সিলে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে।’
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগদান করার আগে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তাদের ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।’
এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রা ব্যহত করতে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। দেশের এই অগ্রগতির পথ যারা রুখতে চাইবে বাংলার মাটি থেকে তাদের চিরতরে নির্মূল করা হবে। এটাই হোক আজকের শপথ।’
এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ অনেকে।
সারাবাংলা/এমও