পলিটিক্স ফ্রম ইনসাইড শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত
২৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৬
ঢাকা: রাজধানী ঢাকার এক রেস্তোরাঁয় ‘ইন্টার জেনারেশনাল ডায়লগ ডিসকাশন- পলিটিক্স ফ্রম ইনসাইড’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আর্টিকেল ১৯ এর আওতায় আওয়ার ভয়েসেস ‘আওয়ার চয়েসেস (OVOC)’ প্রকল্পের অধীনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন। সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এ প্রকল্পের লক্ষ্য হলো প্রতিটি সাধারণ নাগরিকের জন্য নিরাপদ মতপ্রকাশ, সুষ্ঠ ধারার আইনতন্ত্র নিশ্চিতকরণ ও নিরাপদ নাগরিক সচেতনতা তৈরি করা। বিভিন্ন সংগঠন ও দলের বিভিন্ন পেশার নারী, যুবক, পিছিয়ে পরা জনগোষ্ঠীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও আইনজীবী এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন এবং তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত প্রকাশ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা নাগরিক অধিকার, অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং গণতন্ত্রের মতো বিষয়গুলি নিয়ে কথা বলে এবং তাদের নেওয়া উদ্যোগগুলো নিয়ে অভিমত প্রকাশ করেন।
অধিবেশনটি পরিচালনা করেন ওয়াশিক মুহাম্মদ ইসতিয়াক। বক্তব্য দেন আইনজীবী রাশিদা চৌধুরী নীলু। তিনি বলেন, ‘অনলাইন এবং অফলাইনে প্রত্যেকের আইন অনুসরণ করা উচিত।’
একইসঙ্গে আইনি আনুষ্ঠানিকতা সম্পর্কে সচেতনতা তৈরি কতটা জরুরি সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেন।
অনুষ্ঠানে আর্টিকেল নাইন্টিনের মুখোপাত্র হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকি ফারহানা। এ ছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আর্টিকেল নাইনটিনের বিভিন্ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সারাবাংলা/একে