Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১৪:৫৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার রাতে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগি মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে।

গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধানের খড় আনতে বাড়ীর বাইরে যায়। বাড়ির বাইরে যাওয়া মাত্র একই গ্রামের সুমন প্রধান (২৬) ও তার সহযোগী মেহেদী হাসান (২৫) ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে পরিত্যক্ত চাতালের পাশের একটি ঘাসের জমিতে নিয়ে যায়। সেখানে সুমন প্রধান ওই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করে। আর পাহারা দিয়ে ধর্ষণে সহায়তা করে মেহেদি হাসান। ধর্ষণের সময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে তাকে রেখে সুমন ও মেহেদী হাসান পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ওই শিক্ষার্থী এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ধর্ষণের বিয়ষটি জানালে তাকে অসুস্থ অবস্থায় প্রথমে গোবিন্দগঞ্জ হাসপাতাল ও পরে শহিদ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা সুমন প্রধান ও মেহেদী হাসানকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে থানা পুলিশ রাতেই মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসানকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন বলেন, ধর্ষণ মামলার ২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি সুমনকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

গোবিন্দগঞ্জ ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর