Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ১৫:২৫

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে জয়ের ধারাবাহিকতার প্রত্যয়ে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিপাদ্যে এবার ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রাায় ৭ হাজার কাউন্সিলরের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

গত ২৮ অক্টোবর গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়। দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ৭ হাজার কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। শুরুতে সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক অধিবেশন মঞ্চে আসন গ্রহণ করবেন। সভাপতি কর্তৃক নির্ধারিত সভাপতি-সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ হবে। প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব উত্থাপন করবেন গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। ঘোষণাপত্রের সংশোধনী উত্থাপন করবেন আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষ করে সভাপতির সমাপনী ভাষণ শেষে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষণা হবে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি। পরে সভাপতির ভাষণ প্রদান করে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনস্থলে পৌঁছান শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা স্বাগত জানান। সম্মেলনস্থলে উপস্থিত হয়ে বেলুন ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। দলীয় সংগীতের সুরে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পতাকা স্টান্ডে গিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। আসন গ্রহণ করার আগে সারাদেশ থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট ও সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দলীয় সভাপতির আগমনকে কেন্দ্র করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্মেলন সফল হোক, আজকের সম্মেলন সফল হোক স্লোগান দিয়ে স্বাগত জানান। দলীয় সভাপতির আসন গ্রহণের ব্যাপারে ঘোষণা দেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

সম্মেলন প্রস্তুতি সাংস্কৃতিক উপ-কমিটির আয়োজনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন চিত্রনায়ক ফেরদৌস। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি ও বাংলাদেশের ইতিহাস শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত, জাতীয় সংগীত নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। শোক প্রস্তাব পাঠ করেন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এরপর অভ্যর্থনা উপ-কমিটির আহ্ববায়ক শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদকের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বিবেচনায় সাদামাটা আয়োজনে অনুভূতির সম্মেলনের সিদ্ধান্ত নেয় দলটি। ত্রিবার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নেতৃত্ব নির্বাচনের সম্মেলন। সম্মেলনে আমন্ত্রিত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আকতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ঢাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, অসিত বরণ রায়সহ অন্যরা।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ কাউন্সিল কাউন্সিল অধিবেশন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর