Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার প্রাদুর্ভাব বাড়ছে, সতর্ক ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২ ১৬:৪০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৬:৫০

প্রতিবেশী চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সতর্ক হয়ে উঠেছে ভারত। সতর্কতা হিসেবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্যগুলোকে ছয়টি নির্দেশনা দিয়েছে।

রাজ্যগুলোকে অক্সিজেনের মজুত যথেষ্ট পরিমাণ রাখার জন্য বিশেষ নির্দেশনার পাশাপাশি পাঁচটি দেশ থেকে ভারতে প্রবেশ করার সময় করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করতে হবে বলে নির্দেশ রয়েছে কেন্দ্রের।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মানদাভ্য এক বিবৃতিতে জানিয়েছেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে ভারতে প্রবেশ করতে হলে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

এসব দেশ থেকে ভারতে যাওয়ার পর বিমানবন্দরেই তাদের করোনা পরীক্ষা করা হবে। যদি করোনার উপসর্গ বা আক্রান্ত হিসেবে শনাক্ত হন কেউ, তাকে কোয়ারেনটাইনে থাকতে হবে।

সারাবাংলা/আইই

করোনাভাইরাস টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর