Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি: পুনঃনিরীক্ষণে আরও ৪৫ জন পাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২২ ২১:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল করা ৪৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। গ্রেড পরিবর্তিত হয়ে জিপিএ ৫ পেয়েছেন আরও ২৪ জন পরীক্ষার্থী। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সারাবাংলাকে জানান, এবার এসএসসির ১৪ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে।

ফেল থেকে পাস করেছেন ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। নম্বর পরিবর্তিত হয়েছে ৪৯৩ জনের। জিপিএ বেড়েছে ২৩৮ জনের। ফলাফল পরিবর্তিত হয়েছে ১৮২ জনের।

গত ২৮ নভেম্বর সারাদেশের মতো চট্টগ্রাম শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। এবার শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

২০২১ সালে এসএসসিতে ফল পরিবর্তন হয়েছিল ২১২ জনের। ২০২০ সালে পরিবর্তন হয়েছিল ৬০৯ জনের।

সারাবাংলা/আইসি/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর