Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিসমাস ডে’তে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি

লোকাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ০৯:৪৪

হিলি: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামাসহ সব কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস ডে উদযাপিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আজ এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল থেকে আমদানি-রফতানি সহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।’

হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, ‘ক্রিসমাস ডে উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি ক্রিসমাস ডে

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর