গভীর রাতে কম্বল নিয়ে পথে পথে ঘুরছেন পুলিশ সুপার
২৫ ডিসেম্বর ২০২২ ১০:৫৬
জয়পুরহাট: জয়পুরহাটে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে পথে পথে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
শনিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে পৌর শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্ট, তৃপ্তি মোড়, জয়পুরহাট রেলস্টেশনের প্ল্যাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপারের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
প্রচণ্ড শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় শীতার্ত মানুষগুলো।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, ‘পেশাগত দায়িত্বের কারণে অনেক সময় রাতে বের হতে হয়। তখন দেখেছি ছিন্নমূল মানুষের করুণ দৃশ্য। এ থেকেই রাতে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি। পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। হোক তা প্রকাশ্যে অথবা গোপনে অথবা নীরবে। তারই ধারাবাহিকতায় রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম এই শীতে মানুষ কত কষ্ট করে রাতযাপন করছে।’
দেশের বিত্তবানরা শীতার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক কাজে এগিয়ে আসবেন বলেও আশা করেন তিনি।
সারাবাংলা/এমও