‘লট অব চ্যালেঞ্জ মোকাবিলাকারী অভিজ্ঞদেরই পুনরায় জায়গা হয়েছে’
২৫ ডিসেম্বর ২০২২ ১১:৪৪
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা পার্টিতে অপরিহার্য। তার কোনো বিকল্প নাই। আর জেনারেল সেক্রেটারি— আপনাদের সামনে আগেও বলেছি, আওয়ামী লীগের অন্তত ১০ জন নেতা আছেন যারা জেনারেল সেক্রেটারি হতে পারেন। তারপরও আগামী নির্বাচনকে সামনে রেখে বিশ্বে বিভিন্ন পরিস্থিতিতে যে সংকট এবং আমাদের দেশেও যে সংকট আছে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং বিএনপির নেতৃত্বে সরকার ঘটানোর ষড়যন্ত্র— এসব পরিস্থিতিতে আমাদের লট অব চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অতিক্রমকারী অভিজ্ঞদেরই পুনরায় কমিটিতে জায়গা হয়েছে।’
রোববার (২৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের নেতারা দলীয় সভাপতি শেখ হাসিনাসহ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আমাদের পার্টিতে অপরিহার্য। আমাদের সভাপতি, তিনি ৪১ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি। এটা একটা রেকর্ড সারা বিশ্বে।’
নিজে তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমার দায়িত্ব আরও বেড়ে গেল এবং নেত্রী, অভিভাবক শেখ শেখ হাসিনার কাছে আমার ঋণ আরও বেড়ে গেল।’
যুগ্ম সাধারণ সম্পাদকে সিরিয়ালের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজও নেত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি যেভাবে বলেছেন সেভাবেই। ড. হাছান মাহমুদ এক নাম্বার, আর যারা যেভাবে আছে সেভাবে।’
আরও পড়ুন:
বিদায় চেয়েও মুক্তি মেলে না তার
১০ম বারের মতো শেখ হাসিনা, কাদেরের হ্যাটট্রিক
সারাবাংলা/এনআর/এমও