Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু রোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৬:২৯

আতিকুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে এ আহ্বান জানান তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিএএফ শাহীন কলেজের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম আরও বলেন, একটি শহরে পর্যাপ্ত খেলার মাঠ থাকা জরুরি। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের সঠিক মেধা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, মেধাবী প্রজন্ম তৈরি করতে মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

এ সময় শাহীন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকারাসহ আমন্ত্রণিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/এনএস

মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর