Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে চোর, দিনে গ্রাম পুলিশ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ২৩:৫৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৪:১৬

ঠাকুরগাঁও: সদর উপজেলার রুহিয়া থানায় বেলাল হোসেন নামে এক গ্রাম পুলিশ রাতে চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আসির উদ্দিন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহাড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন (৩৫) রুহিয়া পশ্চিম ইউনিয়নের চানপাড়া এলাকার মতিউর রহমান মতির ছেলে।

জানা গেছে, হারুন রশীদ ঢাকায় একজন অ্যাডভোকেটের ক্লাক হিসেবে কর্মরত আছেন। গত শনিবার রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ঘর নির্মাণের জন্য ৫৫ হাজার টাকা এবং আসবাবপত্র নিজের ঘরে রেখে মায়ের ঘরে ঘুমাতে যান। রাতে সেই টাকা চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়েন গ্রাম পুলিশ বেলাল হোসেন।

তাকে আটকের পর জানা যায় যে, এই চুরির সঙ্গে চারজন জড়িত। বেলাল ধরা পড়ার পর টাকা ও মালামাল ফেরত দেওয়ার কথাও বলে। বেলাল হোসেন বলেন, ‘আমি একাই ঘরে ঢুকি। তারপর সবাই মিলে আমাকে ধরে ফেলে।’

স্থানীয় ইউপি সদস্য আসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রাম পুলিশ বেলাল হোসেনকে এলাকাবাসী হাতেনাতে ধরে আমাকে ফোনে জানায়। আমি গিয়ে দেখি তাকে পুলিশ আটক করেছে। পরে আমিও জিজ্ঞাসাবাদে জানতে পারি, চুরির ঘটনা সত্য। এরপর পুলিশ বেলালকে থানায় নিয়ে যায়।’

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘ট্রিপল নাইনে (৯৯৯) সংবাদ পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘গ্রাম পুলিশের চুরির ঘটনা শুনেছি এবং রুহিয়া থানার ওসির সঙ্গে কথা বলেছি।’ অভিযুক্ত গ্রাম পুলিশ বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

গ্রাম পুলিশ চোর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর