পাইকারি মার্কেটে আগুন, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ
২৬ ডিসেম্বর ২০২২ ১০:১০
গাজীপুর: মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ ডিসেম্বর) রাত দশটায় আগুনের সূত্রপাত হয়। পরে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে পাইকারি মার্কেটের কয়েকটি দোকানে ধোঁয়া দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত দশটায় পাইকারি মার্কেটে আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে গাজীপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ার ফলে গাজীপুর ফায়ার স্টেশনের আরও একটি বিশেষ ইউনিট ও টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যায়নি।
সারাবাংলা/এমও