ফ্লাইওভার অবরুদ্ধ করে জামায়াতের সমাবেশ, গ্রেফতার আরও ১০
২৬ ডিসেম্বর ২০২২ ১৪:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ফ্লাইওভার অবরুদ্ধ করে সড়কে সমাবেশের ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াত ইসলামীর আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিনদিনে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতার ১০ জন হলেন- আলী আজগর (৩১), মজিবুল হক জাবেদ (৩৩), আকতার হোসেন (২৫), আবুল কালাম আজাদ (৪৫), লুৎফর রহমান(৪৬), তৌহিদুল ইসলাম (৪০), মো. বদরুদ্দোজা ভুটটু (৪২), মুজ্জামিনুল হক মোজাম্মেল (৩০), জসিম উদ্দিন (৩৮) এবং হারুনুর রশিদ (৫৫)।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গত (রোববার) রাতে যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা সবাই জামায়াত ইসলামীর ইউনিট-ওয়ারড পর্যায়ের নেতাকর্মী। তারা গণমিছিল ও সমাবেশে ছিলেন। পুলিশের ওপর হামলায়ও অংশ নিয়েছিলেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠাসহ ১০ দফা বাস্তবায়ন এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীতে গণমিছিল ও সমাবেশ করে জামায়াত ইসলামী।
এদিন সকাল ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে গণমিছিল বের করে নগর জামায়াত। মিছিল নিয়ে প্রায় আধা কিলোমিটার দুরে পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে গিয়ে সড়ক বন্ধ করে সমাবেশ করে। এতে ফ্লাইওভারে ওঠা-নামার দু’টি পথই বন্ধ হয়ে যায়। ফ্লাইওভারের ওপর এবং সড়কে যানবাহন আটকে থাকে প্রায় ২৫ মিনিট।
এ ঘটনায় পুলিশ জামায়াতের ৯ নেতাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, মিছিলে ধাওয়া দিয়ে ৯ জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। এসময় তারা পুলিশের ওপর হামলা করে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আধাঘণ্টা ধরে মিছিল-সমাবেশের সময় ওই এলাকায় কোনো পুলিশ ছিল না।
গ্রেফতার ৯ জন হলেন- মো. মাসুদ পারভেজ, শেখ তাজুল ইসলাম ইমরান হোসেন, বেলাল হোসেন, মো. তৌহিদুজ্জামান, আরিফুল ইসলাম, ইসমাইল দাউদ, মো. সোহেল ও নুর মোহাম্মদ।
শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানার উপ পরিদরশক (এসআই) কামরুজ্জামান খান বাদি হয়ে ১৮ জামায়াত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় নগর জামায়াতের আমীর মো. শাহজাহানকে। এ ছাড়া নগর জামায়াতের নায়েবে আমীর আ জ ম ওবায়েদ উল্লাহ ও মো. নজরুল ইসলাম, নগর কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, জামায়াত নেতা সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকেও আসামি করা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহন চলাচলে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। ওই মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/আরডি/ইআ