তিন দফায় স্থগিত মৈদং-দুমদুম্যায় দ্রুত নির্বাচন চান প্রার্থীরা
২৬ ডিসেম্বর ২০২২ ১৪:৫৫
রাঙ্গামাটি: জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে তিন দফায় স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পুণর্নির্ধারণের দাবি জানিয়েছে প্রার্থীরা। না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (২৬ ডিসেম্বর) উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের স্থগিত নির্বাচনের তারিখ দ্রুত পুণর্নির্ধারণের দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছেন দুই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। সংবাদ সম্মেলন থেকে প্রার্থীরা সাধারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দেন।
রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মৈদং ইউপির চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গলাল চাকমা। এসময় দুমদুম্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী কল্যাণময় চাকমা, সদস্য প্রার্থী জুলি চাকমা, কাজলা চাকমা, শান্তিপ্রভা চাকমা, প্রমেশ তঞ্চঙ্গ্যা, অমর ধন চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে নির্বাচন কমিশনার (ইসি) বরাবর জেলাপ্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীরা
সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগমুহূর্তে ইসি নির্বাচন স্থগিত করে। পরবর্তীতে তফসিল ঘোষণার পর ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও পুনঃস্থগিত করে ইসি। সবশেষ আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও তৃতীয়বারের মতো নির্বাচন স্থগিত করা হয়। ভোট স্থগিতের কারণ সুস্পষ্ট না হওয়ায় সাধারণ মানুষের মনে ভ্রান্তধারণা জন্ম দিচ্ছে। এতে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করছে জনসাধারণ।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘দুটি ইউনিয়নের প্রায় ভোটকেন্দ্রগুলো হেলিকপ্টারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। তাই টেকনিক্যাল সমস্যার কারণে নির্বাচন করা যাচ্ছে না।’
সারাবাংলা/এমও