রসিক নির্বাচন মঙ্গলবার, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম
২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯
রংপুর: রংপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল (মঙ্গলবার)। ২২৯টি কেন্দ্রের এক হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যক্রম সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোতে এরইমধ্যে পৌঁছাতে শুরু করেছে সরঞ্জামাদি।
পুলিশ জানিয়েছে, নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন চলাকালীন সময়ে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, সবগুলো ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২২৯টি কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেন, ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
এদিকে আগামীকালের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা। তারা বলছেন, এবারের নির্বাচন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি একটি নতুন পদ্ধতি তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের প্রশিক্ষণ দিয়েছে। নগরবাসীর প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সারাবাংলা/ইআ