Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেনদেন নামল ২০০ কোটি টাকার নিচে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪০

ঢাকা: পুঁজিবাজারে লেনলেন তলানিতে নেমেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

এর আগে ২০২০ সালের ৭ জুলাই ডিএসইতে লেনদেন ২০০ কোটি টাকার নিচে নেমেছিল। ওইদিনের পর সোমবার ডিএসইতে একদিনে সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ডিএসইতে ৩২৯টি কোম্পানির ৩ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৩৩৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৩৭টি এবং ১৬৭টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৯ পয়েন্টে নেমে আসে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে নেমে আসে।

দিনশেষে ডিএসইতে ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সারাবাংলা/জিএস/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর