মালিবাগে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মী নিহত
২৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪৫
ঢাকা: রাজধনীর মালিবাগ রেললাইনে ট্রেনে কাটা পড়ে রাসেল মাহমুদ রুস্তম (৫০) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অফিসের নিরাপত্তাকর্মী ছিলেন।
রোববার (২৫ ডিসেম্বর) রাতে মালিবাগ রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার সোমবার (২৬ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে রোববার রাত সাড়ে ১২টার দিকে মালিবাগ রেললাইন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। সোমবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি জানান, মৃত রাশেদ মাহমুদ দেশ টিভির নিরাপত্তাকর্মী ছিলেন। মালিবাগ রেলগেট এলাকায় একটি মেসে থাকতেন তিনি। গতরাতে মেস থেকে অফিসে যাচ্ছিলেন। পথে রেললাইন অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত রাশেদ মাহমুদের ছেলে ফারহান শাহরিয়ার জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর জেলার দিয়াকুল গ্রামে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম