নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রসিকে সাধারণ ছুটি
২৬ ডিসেম্বর ২০২২ ১৯:১৫
রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি এলাকায় সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মেহেদী-উল-সহিদ’র সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় আগামীকাল ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠানের সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ৩৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত ২০৪ বর্গকিলোমিটার বিস্তৃত রংপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল। ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। আর নির্বাচন কার্যক্রম সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।
নির্বাচনে এবার মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। নির্বাচনে মেয়র পদে নয়জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ প্রার্থী অংশ নিচ্ছেন।
সারাবাংলা/পিটিএম