গাবতলীতে গাড়ির ধাক্কায় নারী নিহত
২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৩৪
ঢাকা: রাজধানীর গাবতলীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (২৫) এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে ঢামেকে নিয়ে আসা সিএনজি অটোরিকশা চালক খোরশেদ মোল্লা জানান, সকাল ৯ টার দিকে স্থানীয় লোকজন আহত নারীকে তার সিএনজিতে উঠিয়ে দিলে তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। নিহত ওই নারী গাবতলী এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন বলে জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, কিভাবে, কোন এলাকায় ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি। তবে গাবতলী এলাকা থেকে এক সিএনজি চালক ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আহত অবস্থায় ওই নারী তার নাম জানিয়েছিলেন নাজমা বেগম।
দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল বাশার জানান, সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পাওয়া গেছে। যে মারা গেছে সে নারী ভবঘুরে হতে পারে। তবে কোন যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন তা জানা যায়নি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ