Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা পৌরসভার মেয়র মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান মারা গেছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতিয়ার রহমান দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি দর্শনা পৌর সভায় বিভিন্ন মেয়াদে চার বার মেয়র নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।

দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন জানান, মেয়র মতিয়ার রহমানের লিভার প্রায় অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকরা তার লিভার দ্রুত প্রতিস্থাপনের কথা বলেছিলেন। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও লিভার মেলানো যাচ্ছিল না। পরে স্ত্রী রোজী রহমানের সঙ্গে তার লিভার শতভাগ মিলে যায়। লিভারের ৩০ শতাংশ মেয়রকে দেন রোজী রহমান। দিল্লির অ্যাপোলো হাসপাতালে গত ২৪ নভেম্বর রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন করা হয়।

তিনি জানান, গত এক মাস ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেয়র। মঙ্গলবার (আজ)  ভোর ৫টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইআ

পৌরসভা মেয়র