Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট কৃষি গড়ে তোলার আহ্বান মন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮

ড. মো. আব্দুর রাজ্জাক

ঢাকা: আধুনিক জ্ঞানপ্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষি গড়ে তোলার জন্য কৃষিবিদদের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। দেশের কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছে কৃষিতে। স্বাধীনতার পর যেখানে ১ কোটি ১০ লাখ টন চাল উৎপাদন হতো, সেখানে এখন তা ৪ কোটি ৪ লাখ টনে উন্নীত হয়েছে। গম, ভুট্টা, শাকসবজিসহ অন্যান্য ফসল উৎপাদনেও এসেছে ব্যাপক সাফল্য। এই সাফল্যের নায়ক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দেশের কৃষিবিদ ও কৃষকেরা হলেন কারিগর।’ বর্তমানে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষি গড়ে তোলার জন্য কৃষিবিদদের আহ্বান তিনি।

তিনি আরও বলেন, ‘দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হয়েছে। এরপরও কোনো রকম খাদ্য সংকট হয়নি। অভ্যন্তরীণ উৎপাদন ভাল বলেই সংকট দেখা দেয়নি।’

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেস্ট জিয়াউর রহমানের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বাঙালি চেতনাবিরোধী ছিলেন, আর সেজন্যই তিনি সমাজের সর্বত্র রাজাকার আলবদর ও স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেছিলেন। এখনো এই অপশক্তি সক্রিয় রয়েছে।’

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য শাজাহান খান, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর