Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিক নির্বাচন: ১৫০ কেন্দ্রের ফলাফলে লাঙ্গল ১ম, নৌকা ৪র্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ২২:৪২

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে চলছে ভোট গণনা। ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৫০ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিপুল ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীকে তিনি ৯০ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।

নিকটতম অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ৩২ হাজার ৭২ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৯৫ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৯৪ ভোট।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ৬ হাজার ৪২৫ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ৩ হাজার ৪৩৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ১ হাজার ৬৯২ এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু দেওয়াল ঘড়ি প্রতীকে ১ হাজার ৭৪৯ ভোট পেয়েছেন।

রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২ে৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচনে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ২০৪ বর্গকিলোমিটার বিস্তৃত রংপুর সিটি করপোরেশনের ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন তাদের ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

বিজ্ঞাপন

নির্বাচনে মেয়র পদে নয়জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ প্রার্থী অংশ নিয়েছেন।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর