Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭টি বন্দুকসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ২২:৫১

সিরাজগঞ্জ: পাবনার সদর উপজেলা থেকে ৭টি দেশীয় ওয়ান শুটার গানসহ মো. কিরন (৩৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। এসময় অস্ত্র তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক অস্ত্র ব্যবসায়ী মো. কিরন পাবনা সদর উপজেলার চক পৈলানপুর উত্তর পাড়ার মো. একরামুল হক সিদ্দীকীর ছেলে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার চক পৈলানপুর উত্তর পাড়ায় অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ৭টি দেশীয় ওয়ান শুটার গানসহ অবৈধ অস্ত্র ব্যাবসায়ী কিরনকে আটক করা হয়। এসময় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন কিরন। এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মামলা শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর