নতুন দিনের যাত্রা শুরু, মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৮ ডিসেম্বর ২০২২ ১১:৪৭
ঢাকা: দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ বৈদ্যুতিক ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ।
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে দিয়াবাড়ি খেলার মাঠে তৈরি উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়ে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ অনেকে।
এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মুনাজাত করেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনগণের শুভেচ্ছার জবাব দেন।
সারাবাংলা/জেআর/এমও