Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করের টাকায় আজকের এই মহা অর্জন: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ১৫:২০

ঢাকা: করদাতাদের করের টাকায় আজকের এই মহা অর্জন (মেট্রোরেল) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আজকের দিনটি অনেক ঐতিহাসিক ঘটনার দিন। আজ আমাদের আনন্দের দিন। আমাদের কিছু কিছু কাজ আছে সেগুলো আমাদের উদযাপন করতে হবে। আমি অনুরোধ করবো যাদের সামর্থ্য আছে তারা আত্মীয়-স্বজন থেকে পাড়া-প্রতিবেশিদের সাহায্য করবেন। আজকের এই মহাঅর্জন (মেট্রোরেল) সম্ভব হয়েছে সবার প্রচেষ্টায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যারা ট্যাক্স দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আমরা অগ্রসর হচ্ছি। সবার সাহায্য সহযোগিতা নিয়ে গত ১০ বছরে জাতীয় রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। পৃথিবীর বড় দেশগুলোর সাথে মেলালে হয়তো আমরা পার্থক্য পাবো কিন্তু আমাদের দেশের জন্য আমরা ঠিক আছি মনে করি। ২-১৫ শতাংশ জিডিপিতে রাজস্বখাত থেকে প্রবৃদ্ধি হয়। এটা আমাদের জন্য অনন্য অর্জন। আমরা বিশ্বাস করি ২০৪১ সালে আমাদের যে প্রত্যাশা সেটা আমরা অর্জন করতে পারবো। সময় মতো ট্যাক্স দেবো এবং ভাল কাজ হিসেবে আমরা গ্রহণ করবো।’

সেরা ট্যাক্স কার্ড সম্মাননা গ্রহণ করলেন গাজী গোলাম মর্তুজা

 

 

অনুষ্ঠানে ক্রিয়েটার সাকিব আল হাসান বলেন, ‘ট্যাক্স কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ট্যাক্স কার্ড প্রদানের মাধ্যমে যে সম্মাননা প্রদান করা হচ্ছে তা সকলের জন্য অনুকরণীয়। আমরা প্রতি বছর ট্যাক্স প্রদান করি, যা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন, তারা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেও স্মার্ট হবেন।’

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী। জনগণ কর দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। অর্থের সঠিক ব্যবহার করতে পারলেই দেশ উন্নত হয়। করদাতা নিজেকেও উন্নত করছেন। একজন করদাতা কেন কর দিবেন সেটা এখন দৃশ্যমান। আমাদের বড় বড় উন্নয়ন হচ্ছে। করদাতাদের জন্য কর সহজীকরণ করা হচ্ছে। কর দেওয়ার পদ্ধতি সহজ করা হচ্ছে। আমরা বদলে যাবো বদলে দিবো।’

এদিকে সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী, ২০২১-২২ কর বছরে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬টি ও কোম্পানি ক্যাটাগরিতে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে মোট ১৪১ জনকে সেরা করদাতাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

সারাবাংলা/এসজে/এমও

অর্থমন্ত্রী করদাতা করের টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর