Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত ও চীন থেকে আসা সন্দেহভাজনদের থাকতে হবে কোয়ারেনটাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ২০:৪২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২২:২৫

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের নতুন ঢেউ আসার আগে প্রস্তুত সরকার। এই প্রস্তুতির অংশ হিসেবে ভারত ও চীনসহ যেসব দেশে কোভিড-১৯ সংক্রমণের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন উপধরণ শনাক্ত হয়েছে এমন দেশগুলো থেকে যেসব সন্দেহভাজন যাত্রী বাংলাদেশে আসবেন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেনটাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আনোয়ার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপ-ধরন বিএফ-৭। এ অবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাদের নিজ খরচে সেলফ (নিজস্ব ব্যবস্থাপনায়) কোয়ারেনটাইনে থাকতে হবে। এ জন্য শিগগিরই সংশ্লিষ্ট হোটেলগুলো নির্ধারণ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসবি

করোনাভাইরাস কোভিড-১৯ কোভিড-১৯ স্বাস্থ্যসচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর