Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, শ্যুটারগান-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১১:২৭

জয়পুরহাট: জয়পুরহাটে শিপন মন্ডল নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে ২টি ওয়ান শ্যুটারগান, ৩ রাউন্ড গুলি, দেশীয় ২টি ধারালো হাঁসুয়া, ২ টি চাপাতি, ৪টি চাকুসহ তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন। শিপন মন্ডল পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মান্নান মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আটক অস্ত্র ব্যাবসায়ী শিপন মন্ডল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করতো। পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওয়ান শ্যুটারগান, গুলি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

শিপন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ ২০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

অস্ত্র ব্যবসায়ী অস্ত্র-গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর