৬টি সংসদীয় উপ-নির্বাচনে নৌকা পেতে ৫৩ জনের ফরম সংগ্রহ
২৯ ডিসেম্বর ২০২২ ১৯:৩১
ঢাকা: নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকা পেতে ৫৩জন আগ্রহী প্রার্থী হিসাবে মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শেষে আওয়ামী লীগের দফতর সেল থেকে এ তথ্য জানানো হয়।
দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি এলাকায় রাজনৈতিক কার্যালয়ে গত ২৮ ডিসেম্বর থেকে মনোনয়নের আবেদনপত্র বিতরণ ও জমাদান শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় দিনে চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় মাহির সঙ্গে তার স্বামী রকিব সরকার ও বাবা আবু বকর উপস্থিত ছিলেন। মাহির স্বামীও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি।
প্রসঙ্গত, বিএনপি দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলে নির্বাচন কমিশন শূন্য হওয়ার আসনগুলোতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে।
সারাবাংলা/এনআর/এনএস