Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মৌসুমেই নওগাঁয় প্রায় ৬১ কোটি টাকার শিম উৎপাদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২২ ১২:১১

নওগাঁ: শীতকালের সবচেয়ে সুস্বাদু এবং জনপ্রিয় সবজি শিম। নওগাঁর হাট বাজারগুলোতে এখন প্রচুর পরিমাণে শিম পাওয়া যাচ্ছে। কৃষকরা দামও পাচ্ছেন ভালো। জেলায় চলতি মৌসুমে ৮৪৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর শিমের আবাদ খুব ভালো হয়েছে।

জেলায় উপজেলা ভিত্তিক শিম চাষের পরিমাণ হচ্ছে, নওগাঁ সদর উপজেলায় ২৭৫ হেক্টর, রানীনগর উপজেলায় ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১০০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪০ হেক্টর, মান্দা উপজেলায় ৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৫০ হেক্টর।

কৃষি বিভাগের সূত্রে, প্রতি হেক্টর জমি থেকে ১২ মেট্রিক টন হিসেবে চলতি মৌসুমে ১০ হাজার ১৪০ মেট্রিক টন শিম উৎপাদিত হচ্ছে।

বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শিম ৬০ টাকা মূল‍্যে বিক্রি হচ্ছে। সেই হিসেবে চলতি মৌসুমে কৃষকরা শিম থেকে বিক্রিত অর্থ পাবেন প্রায় ৬১ কোটি।

সারাবাংলা/ইআ

শিম উৎপাদন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর