Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, মূলহোতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২২ ১৭:২৫

আব্দুল বারিক বাকী

জয়পুরহাট: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের প্রধান আব্দুল বারিক বাকীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আটক আব্দুল বারিক বাকী কালাই উপজেলার কাদিরপুর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে মেজর মোস্তফা জামান জানান, আব্দুল বারিক বাকীসহ এই চক্রের সদস্যরা ২০১৭ সাল থেকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন।

পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি ভুয়া নিয়োগপত্রসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

জয়পুরহাট

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর