Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলছে বই বিতরণ উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ১৪:২৪ | আপডেট: ১ জানুয়ারি ২০২৩ ১৬:৪১

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা। ২০২৩ সালের বই বিতরণ উৎসবের ছবিটি তুলেছিলেন হাবিবুর রহমান

ঢাকা: বছরের প্রথম দিনে সারাদেশে চলছে বই বিতরণ উৎসব-২০২৩। তবে কোনো কোনো শিক্ষার্থী একটি বই পয়েছেন। আবার কোনো কোনো শিক্ষার্থী একটিও বই না পেয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। যেসব শিক্ষার্থী বই পেয়েছেন তারা উচ্ছাস প্রকাশ করেছেন।

রোববার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। একই চিত্র রাজধানীর বিভিন্ন স্কুলেও।

বিজ্ঞাপন

রাজধানীর শাহীনবাগের সিভিল এভিয়েশন স্কুলে দেখা গেছে, কোনো কোনো শিক্ষার্থীকে একটি বই দেওয়া হয়েছে। আবার কিছু শিক্ষার্থী একটিও নতুন বই পায়নি। এই স্কুলের শিক্ষার্থী ফাহিম জানায়, চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে সে। বছরের প্রথম দিন স্কুলে বই নিতে গিয়েছে। কিন্তু নতুন বইয়ের দেখা পায়নি সে।

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা। ছবি: হাবিবুর রহমান

রাজধানীর দক্ষিণ মুহসেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজিয়া ইসালম শায়নার সঙ্গে কথা হলে সে জানায়, এবার চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হলেও তাকে বই উৎসবে দ্বিতীয় শ্রেণির একটি বই হাতে তুলে দেওয়া হয়েছে। এ বছর তারা একটিও বই পায়নি।

শিক্ষকরা বলছেন, নতুন বই আসেনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, ‘এবার কাগজ সংকটের কারণে শতভাগ বই স্কুলগুলোতে দেওয়া সম্ভব হয়নি। আমাদের কাছে তথ্যমতে ৮০ শতাংশ বই সারাদেশে পাঠানো হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে বাকি বইগুলো পাঠানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ইআ

টপ নিউজ বই উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর