Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্বাচলকে স্মার্ট নগরী করতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা কামনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৫

ঢাকা: পূর্বাচলকে একটি বাসযোগ্য আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নির্দেশনা চাইলেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সভাপ‌তি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

তিনি বলেন, ‘পূর্বাচলে বিভিন্ন ধরনের মামলার কারণে এখানে মানসম্মত স্কুল কলেজ বা হাসপাতাল গড়ে উঠতে পারছে না। পূর্বাচলকে একটি বাসযোগ্য আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আপনার দিক নির্দেশনার প্রয়োজন অনুভব করছি মাননীয় প্রধানমন্ত্রী।’

রোববার (১ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা উদ্বোধনকালে পাটজাত পণ্যকে ২০২৩ সালের বর্ষপণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন তিনি।

করোনা অতিমারিতে ব্যবসা-বাণিজ্যের কল্যাণে সরকারের অর্থনৈতিক প্রণোদনা দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান মন্ত্রী।

পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘২০২২ সালে যখন পূর্বাচলে প্রথম মেলা অনুষ্ঠিত হয় তখন আমরা লক্ষ্য করেছিলাম একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বাণিজ্য মেলা আয়োজনের জন্য যে পরিমাণ স্থানের দরকার সে তুলনায় জায়গা অনেকটা অপ্রতুল। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যাতে এখানে বাণিজ্য মেলার পরিধি বাড়াতে তিনি আরও জমি বরাদ্দের ব্যবস্থা নেন।’

এছাড়া টানা মেয়াদে সরকারের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে যোগাযোগ অবকাঠামোগতসহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ও তুলে ধরেন বস্ত্র ও পাটমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার বৈদেশিক বাণিজ্য বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে। শিল্প-কারখানা জ্বালানি সমস্যা সমাধানে আন্তরিক, বন্দর ও যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন এ সরকারের সময়েই হয়েছে। সরকারের নেওয়া নীতিমালা ও পরিকল্পনা কাজে লাগিয়ে টেকসই ও যুগপোযোগী শিল্পখাত তৈরির মাধ্যমে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিষত করতে বর্তমান সরকারের ভূমিকা সর্বদা অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এনআর/এমও

পূর্বাচল প্রধানমন্ত্রী স্মার্ট নগরী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর