Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরে গেলেন জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ১৫:০০

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী অবসরে গেছেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার (৩১ ডিসেম্বর) ছিল তার চাকরি জীবনের শেষ দিন।

এর আগে, ১৫ ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ ইমান আলী দীর্ঘ ছুটির পর শেষ দিনের মতো অফিস করেন। গত ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট খোলা থাকলেও ওই দিনের ছুটি নেন তিনি।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীর জন্ম ১৯৫৬ সালের ০১ জানুয়ারি। তিনি আইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর ব্যারিস্টার এট ল’ করেন।

তিনি ১৯৭৯ সালের ২১ জুন জেলা আদালত, ১৯৮২ সালের ১১ মে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৫ সালের ২১ আগস্ট আপিল বিভাগের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন। পরবর্তী সময়ে ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান। এর দুই বছর পর একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে তিনি নিয়োগ পান।

২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ ইমান আলী।

২০২১ সালের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়। এর পরের দিন ৩১ ডিসেম্বর থেকে ছুটিতে যান জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এরপর আর আপিল বিভাগে বসেননি তিনি।

সারাবাংলা/কেআইএফ/ইআ

জ্যেষ্ঠ বিচারপতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর