Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে রেমিট্যান্স এলো ১৮ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ২০:২২

ঢাকা: বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ১৮৬ কোটি টাকা ( প্রতি ডলার ১০৭টাকা ধরে)। এটি ২০২১ সালের একই সময়ের তুলনায় ৭ কোটি ডলার বেশি। সে সময় অর্থ্যাৎ ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ডলার।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত নভেম্বর মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১০ কোটি ৪৫ লাখ ডলার। বছরের ১১তম এই মাসটিতে রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার।

রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে তা উঠে আসে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, সদ্য বিদায়ী ডিসেম্বরে মাসে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৭৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

অন্যদিকে, বরাবরের মতো এবারও ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে ইসলামি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ১০ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯০ লাখ ডলার , সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৭ লাখ ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৮ লাখ ডলার এবং ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) টানা ২ বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। তবে জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে যায়।
এরপর সেপ্টেম্বর, অক্টোবর মাসেও রেমিট্যান্স প্রবাহ আরও কমে দেড় বিলিয়ন ডলারের কোটায় নেমে আসে। তবে স্বস্তির খবর হচ্ছে নভেম্বর ও ডিসেম্বর মাসে ঊর্ধ্বমুখী ধারায় ফেরে রেমিট্যান্স। এতে দেশের অর্থনীতিতে স্বস্তির বাতাস বইছে।

অর্থবছরভিত্তিক রেমিট্যান্স: কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা দুই হাজার ১০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।এর আগে ২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড পরিমাণ দুই হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার,২০১৫-১৬ অর্থবছরে এক হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

পঞ্জিকাবর্ষ হিসাবে রেমিট্যান্স : বিদায়ী ২০২১ সালে প্রবাসীরা রেকর্ড পরিমাণ দুই হাজার ২০৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২০ সালে দুই হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি মার্কিন ডলার, ২০১৮ সালে এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে এক হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে এক হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে এক হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।

সারাবাংলা/জিএস/ এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর