পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা দিয়েছেন কিম জং উন
১ জানুয়ারি ২০২৩ ২১:২৩
নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি বৃহত্তর পারমাণবিক অস্ত্রাগার তৈরির ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তরফ থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় এ ঘোষণা দিয়েছেন কিম।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠকে কিম উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য অপ্রতিরোধ্য সামরিক শক্তি সুরক্ষিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
২০২২ সালে একাধিকবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর ফলে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনা তুঙ্গে উঠে। জাপান ও যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার ব্যাপারে উদ্বেগ জানায়।
ওয়ার্কাস পার্টির বৈঠকে কিম অভিযোগ করে বলেন, ওয়াশিংটন এবং সিউল পিয়ংইয়ংকে বিচ্ছিন্ন এবং দমিয়ে ফেলার চেষ্টা করছে। মার্কিন পরমাণু অস্ত্র দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডকে মানব ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেন কিম। উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়া সন্দেহাতীত এক শত্রু হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন কিম।
সারাবাংলা/আইই