Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোগী হয়রানি: চমেকে গ্রেফতার ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ২১:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের হয়রানির অভিযোগে ছয় বহিরাগতকে গ্রেফতার করা হয়েছে। এরা রোগীদের প্রাপ্য বিভিন্ন সেবা পাইয়ে দেয়ার নামে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছে।

রোববার (০১ জানুয়ারি) সকালে চমেকে হাসপাতালের ষষ্ঠ তলায় ৩২ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছয়জন হলেন- নূর হোসেন (৩৮), মহসিন সরকার (২৩), শফিউল বশর (১৯), ইরফানুল আলম তুষার (২৪), জয় ধর (২৪) এবং ইমন সরকার (২৪)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক সারাবাংলাকে বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিয়মিত ঘোরাঘুরি করে এরা। রোগী ও তাদের অভিভাবকদের কাছে এরা দালাল হিসেবে পরিচিত। হাসপাতালে সরকারি খরচে রোগ নিরূপণের সুযোগ থাকলেও তারা রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে বাইরে বেসরকারি ল্যাবে নিয়ে যায়। ফার্মেসিগুলোর সঙ্গে যোগসাজশের মাধ্যমে রোগীর স্বজনদের সেখানে নিয়ে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য করে।’

অভিযোগ পেয়ে রোববার সকাল পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর পাঁচলাইশ থানায় সোপর্দ্দ করা হয়। দুপুরে তাদের আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানিয়েছেন এসআই আশেক।

সারাবাংলা/আরডি/ এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর