Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ জানুয়ারি পর্যন্ত চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ২২:১৭

ঢাকা: আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চেম্বার আদালতের বিচারপতি মনোনীত করেছেন প্রধান বিচারপতি। পরদিন ২০ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতির দায়িত্ব যথারীতি পালন করবেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

রোববার (১ জানুয়ারি) এ বিষয়ে আপিল বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আগামী ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করেছেন।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন আগামী ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিমপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২০ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি নেবেন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর