Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুড়ে গেছে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১১:৫০

দিনাজপুর: বছরের শুরুতেই প্রথম শ্রেণির নতুন বই পাবে আলেয়া। রাত থেকেই অনেক স্বপ্ন। সকালে ঘুম থেকে ওঠার আগেই আলেয়ার সে স্বপ্নের বিদ্যালয়ে আগুনে পুড়ে গেছে।

রোববার (১ জানুয়ারি) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শনিবার (৩১ ডিসেম্বর) রাতে বিদ্যালয়টির অফিস কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে পুড়ে গেছে অফিস কক্ষের দাফতরিক সব নথিপত্র, আসবাবপত্র, শেখ রাসেল কর্নার এবং সব শিক্ষা উপকরণ।

এরইমধ্যে এ বিষয়ে বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় উপজেলা থেকে শিশুদের জন্য বিনামূল্যের পাঠ্যবই তুলে নিয়ে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে রেখে দিই। সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম আমাকে সংবাদ দেন যে, আমার বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। আমি বিদ্যালয়ে গিয়ে দেখি, বিদ্যালয়ের অফিস কক্ষ এবং প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের সব কাগজপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা জানি না। তবে এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েক জনের সঙ্গে এ বিদ্যালয় নিয়ে দ্বন্দ্ব চলছে। বিদ্যালয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে।’

অভিরামপুর গ্রামের চন্দর মুর্মু বলেন, ‘বাড়ির কাছাকাছি একটা স্কুল আছে। হামার মেয়ে ওই স্কুলে যায়। সকালে বেটি স্কুলে যায়া কান্দিতে কান্দিতে বাড়ির আসি কওছে স্কুলত আগুন দিয়ে পুড়ি দিছে। পরে গিয়ে দেখি বেঞ্চসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।’

স্থানীয় ব্যক্তি জহুরুল ইসলাম বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে গিয়ে কাঠ পোড়া গন্ধ পাই। এগিয়ে গিয়ে দেখি বিদ্যালয়ের অফিসকক্ষটি পুড়ে ছাই হয়ে গেছে। রাতের বেলা প্রচন্ড কুয়াশা ছিল এবং বিদ্যালয়টি লোকালয় থেকে একটু দূরে হওয়ায় সবার দৃষ্টির আড়ালে ছিল। তবে যেই এটা করুক কাজটি ভালো করেনি।’

প্রথম শ্রেণির শিক্ষার্থী আলেয়া বেগম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বিদ্যালয়ে আসার সময় শুনি আমাদের বিদ্যালয়টি আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা ভয় পেয়ে কান্না করছিলাম। পরে স্যার এসে আমাদের বই দিয়েছে।’

এদিকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল ওয়াকিল ওই বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরে, শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ৫২ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে ডেকে নেন এবং তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন। এ ছাড়া প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করতে নির্দেশ দেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় বোরবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে ফোন করে জানিয়েছেন। আমি তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি।’

সারাবাংলা/ইআ

বিদ্যালয়ে আগুন


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর