Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ নজরুল ও আশরাফের ম্যুরাল রঙ দিয়ে বিকৃতি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১৭:৩৪

কিশোরগঞ্জ: মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল রঙ লেপন করে বিকৃত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২ জানুয়ারি) ভোরে শহরের কালীবাড়ি এলাকায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অবস্থিত ম্যুরাল বিকৃত করে দুর্বৃত্তরা। সকালে বিষয়টি নজরে আসলে প্রশাসনের উদ্যোগে দ্রুত রঙ মুছে ফেলা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দ নজরুল ইসলামের ভাতিজা সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩০ জুলাই একই স্থানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করা হয়।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ক্ষোভ জানিয়ে বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এর আগেও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে যে হামলা করা হয়েছিল তার বিচার হয়নি। তখন পৌরসভা থেকে বলা হয়েছিল, এগুলোর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। আমি জানি না সিসি ক্যামেরা বসানো হয়েছে কি না। যদি সিসি ক্যামেরা বসানো না হয় তাহলে এটা পৌরসভার চরম গাফিলতি।

তিনি ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

সারাবাংলা/আইই

কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর