দুর্নীতির অভিযোগে ডিএসসিসি’র ৩ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত
২ জানুয়ারি ২০২৩ ১৮:২৯
ঢাকা: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা তিনজনই সংস্থাপন ও প্রশাসন বিভাগে (সচিবের দফতর) কর্মরত ছিলেন। তাদের চাকরিচ্যুতের এই অফিস আদেশ দ্রুত কার্যকরের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা ভিন্ন ভিন্ন তিনটি অফিস আদেশে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- অঞ্চল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম, অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিসটেন্ট মোহাম্মদ রমজান আলী।
তিনজনকেই ‘দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ডিএসসিসি স্বার্থ রক্ষার্থে চাকরি হতে অপসারণ করা হলো বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিধি অনুযায়ী তারা ৯০ দিনের বেতন নগদ পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. রবিউল করিম খান বর্তমানে রাজস্ব বিভাগের (বিবিধ আদায় শাখা) অঞ্চল-৩ সংস্থাপন ও প্রশাসন বিভাগের (সচিবের দফতর) উপকর কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি রাজস্ব বিভাগ (পৌরকর শাখা) অঞ্চল-১-এ উপকর কর্মকর্তা পদে কর্মরত থাকাকালীন ভবন/স্থাপনার পৌরকর অবৈধভাবে কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে।
এদিকে, আরেক চাকরিচ্যুত কর্মচারী রুহুল আলম ঢাকা মহানগর শিশু হাসপাতালের সংস্থাপন ও প্রশাসন বিভাগে (সচিবের দফতর) স্টোর কিপার হিসেবে কর্মরত। করপোরেশনের টেন্ডার কাজে ব্যক্তিগতভাবে অর্থ বিনিয়োগসহ বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে।
এছাড়া, মোহাম্মদ রমজান আলী বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগে (সচিবের দফতর) সংযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তার বিরুদ্ধে অভিযোগ, অঞ্চল-৪-এ রেন্ট অ্যাসিসটেন্ট পদে কর্মরত থাকাকালীন তিনি ঘুষ বাণিজ্য থেকে শুরু করে ঠিকাদারদের টেন্ডার পাইয়ে দেওয়াসহ করপোরেশনের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য বাইরের লোকজনের কাছে সরবরাহ করেছেন।
পাশাপাশি করোপরেশনের বিভিন্ন মার্কেটের দোকানের নামজারি ও ট্রেড লাইসেন্ট প্রদান/নবায়ন কাজে অবৈধ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে রমজানেরর বিরুদ্ধে। এছাড়া বহিরাগত লোক দিয়ে দোকানের ভাড়া, ট্রেড লাইসেন্স প্রদান/নবায়ন ও নামজারির অভিযোগে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
সারাবাংলা/আরএফ/পিটিএম