Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবিরোধী প্রচারণায় বিদেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৩ ০০:০১

ঢাকা: বিদেশের মাটিতে দেশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হলে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে না থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদেশে দায়িত্বরত বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে, রোববার (১ জানুয়ারি) বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বৈঠকে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কী বার্তা দেওয়া হয়েছে তা জানতে চান সাংবাদিকরা।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নতুন বছর উপলক্ষে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে আমরা কূটনীতিকদের উদ্দেশে বলেছি, আপনি একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে। আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন। দেশের বিরুদ্ধে কেউ অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। আপনাদের এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারাই ব্যবস্থা নেবেন।’

তিনি বলেন, ‘বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের আমরা বলেছি, কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয় তবে আপনারা চুপ করে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন না।

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, এখন থেকে আপনারা রেসপন্স করবেন এবং আমাদের জানাবেন। দূতদের মাঝে কেউ কেউ খারাপ কিছু হলে আমাদের জানাতে চান না, তারা লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আমাদের সব মিশন মিলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সবাই মিলে টিমওয়ার্ক। ঘটনা জানাতে হবে, ভালো হোক অথবা খারাপ।’

বিজ্ঞাপন

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছে কিনা?- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘এটা আমাদের হেডেক নয়, আপনাদের (সাংবাদিক) হেডেক। নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই।’

‘জনগণ আমাদের সঙ্গে থাকলে বিদেশি-নন বিদেশি কোনো বিষয় নয়’- যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

কূটনীতিক নির্দেশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর